
স্পোর্টস ডেস্ক : পরপর দুই বলে দুই জনকেই সাজঘরে ফিরিয়েছে মুমিনুল হকের দল। তাতেই দক্ষিণ আফ্রিকা পড়ে গেছে অলআউটের শঙ্কায়। ইনিংসের ৯৮তম ওভার করতে আসা মিরাজ ওভারের শেষ বলে বাভুমাকে হকচকিয়ে দিয়ে লেগ স্টাম্পে আঘাত করে বল। ২৯৮ রানে ৭ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
পরের সাফল্যটার জন্য বাংলাদেশকে বেশি অপেক্ষা করতে হলো না। পরের ওভার করতে আসা এবাদত বাভুমার সঙ্গী মহারাজকে ফেরান পরের বলেই। তার ফুলার লেন্থে করা বলটা মহারাজের রক্ষণ ভেঙে সোজা গিয়ে আঘাত হানে স্টাম্পে। তাতে সেই ২৯৮ রানেই অষ্টম ব্যাটারকে হারিয়ে অলআউটের দুয়ারে চলে যায় দক্ষিণ আফ্রিকা। শেষ খবর, ৮ উইকেট হারিয়ে ১০৫ ওভারে ৩১৪ রান করেছে দক্ষিণ আফ্রিকা।
from MTnews24 https://ift.tt/aVATuOe
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন