বেনাপোল (যশোর): জেলার শার্শা উপজেলায় ৩টি বোমাসহ দুই জনকে আটক করেছে র্যাব। আটকদের মধ্যে রয়েছেন, কন্যাদহ গ্রামের মৃত ইকরাদ আলী মোল্লার ছেলে ওমেদ আলী মোল্লা (৪০) এবং মহেশখোড়া গ্রামের আমের আলী মোড়লের ছেলে বিল্লাল মোড়ল (৩৮)।
মঙ্গলবার (৫ এপ্রিল) ভোর সাড়ে চারটার দিকে জেলার শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন ৬নং ওয়ার্ড কন্যাদহে আয়নাল চেয়ারম্যানের মাছের ঘেরের পূর্ব-দক্ষিণের বিল্ডিংয়ের দ্বিতীয় তলার রুমের মধ্য থেকে বোমাসহ তাদেরকে আটক করে র্যাব-৬ সদস্যরা।
যশোর র্যাব-৬ এর কোম্পানি লে. কমান্ডার এম নাজিউর রহমান বলেন, মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে আয়নাল চেয়ারম্যানের বিল্ডিংয়ে বোমা রাখা রয়েছে। এ সময় সেখানে ফোর্স পাঠিয়ে অভিযান চালালে তিনটি তাজা ককটেল বোমা ও নগদ তিন হাজার টাকা ও দুটি মোবাইল ফোনসহ দুজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শাশা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
from Sarabangla | Breaking News | Sports | Entertainment https://ift.tt/U06wRbr
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন