চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে কর্ণফুলী নদীর সঙ্গে লাগোয়া খালে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। `মৃত ইব্রাহিম আলম মাহিম (১২) ইছানগর ব্রিজঘাট এলাকার চৌধুরী বাড়ীর মাহবুব আলমের ছেলে।'
শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।'
ঘটনাস্থলে যাওয়া কর্ণফুলী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তাজুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘মাহিমসহ দুই শিশু তাদের বাড়ির পাশে নদীর সঙ্গে একেবারে লাগোয়া একটি খালে গোসল করতে গিয়েছিল। সেখানে মাহিম তলিয়ে যায়। অপর শিশু বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়।` তখন পরিবারের লোকজন স্থানীয়রা গিয়ে খাল থেকে মাহিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।'
from Sarabangla | Breaking News | Sports | Entertainment https://ift.tt/QyoWC0d
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন