ঢাকা: বাংলাদেশ ব্যাংক আগামী রোববার (১০ এপ্রিল) থেকে ১০ টাকার নতুন নোট ইস্যু করবে। ১০ টাকার এই নতুন নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তী সময়ে ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, নতুন নোটে বিদ্যমান ১০ টাকা মূল্যমান ব্যাংক নোটের মূল রঙ, নকশা ও আকার অপরিবর্তিত রাখা হয়েছে। তবে নোটের সামনে ওপরে বাম কোণে ‘১০’ এবং মাঝখানে ‘বাংলাদেশ ব্যাংক’ লেখাতে লালচে রঙের পরিবর্তে সাদা রঙ ব্যবহার করা হয়েছে।
এছাড়া গভর্নরের (ফজলে কবির) সই কালো রঙের পরিবর্তে লালচে-খয়েরি রঙে মুদ্রণ করা হয়েছে এই নোটে। `নোটের সামনে অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য (নিরাপত্তা সুতা, জলছাপ, মাইক্রোটেক্সট ইত্যাদি) এবং নোটের পেছন ভাগের অফসেট মুদ্রণ অপরিবর্তিত রয়েছে।'
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, `১০ টাকার নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ১০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে চালু থাকবে।'
from Sarabangla | Breaking News | Sports | Entertainment https://ift.tt/XMr8tHv
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন