নারায়ণগঞ্জ: ফতুল্লায় একটি ভবনের পাশে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে রুহুল আমিন ও আরজিনা নামে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। শনিবার (১৬ এপ্রিল) রাত ৮টায় ফতুল্লার দাপা বালুর ঘাট এলাকায় রূপচাঁন বেপারীর ভবনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফতুল্লার বিসিক ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ আনে। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের দ্বিতীয় তলায় বাড়ির ম্যানেজার রুহুল আমিন ও তার স্ত্রী আরজিনা বেগম বসবাস করেন। ভবনের পেছন দিয়ে গ্যাস সংযোগ নেওয়া হয়। গ্যাস সংযোগে লিকেজ হয়ে হঠাৎ আগুন ধরে যায়। এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এসময় ঘরে থাকা স্বামী-স্ত্রী আগুনে দগ্ধ হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত। বিষয়টি ফায়ার সার্ভিস তদন্ত করছে। তদন্ত পর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।
from Sarabangla | https://ift.tt/VuqCbcG via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন