পেটের এক পাশে বেশি লেগেছিল: পরীমণি - পূর্বকন্ঠ

শিরোনাম :

শনিবার, ২ এপ্রিল, ২০২২

পেটের এক পাশে বেশি লেগেছিল: পরীমণি

বিনোদন ডেস্ক : বর্তমানে বাংলাদেশের চলচ্চিত্রে সবচেয়ে আলোচিত ও প্রতিবাদী চিত্রনায়িকা পরীমণি। এদিকে কয়েকদিন আগে হঠাৎ পড়ে গিয়ে আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

এদিকে গত ২৭ মার্চ রোববার সন্ধ্যা ৭টার কিছুক্ষণ পর পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেন, ক্যাপশনে লেখেন ‘দুর্ঘটনা’। সে সময় ছবিতে পরীর হাতে দেখা যায় ক্যানোলা।

এরপর টানা ৫ দিন হাসপাতালে ছিলেন তিনি। সেখান থেকে চিকিৎসা শেষে বৃহস্পতিবার ৩১ মার্চ সন্ধ্যায় বাসায় ফিরেছেন তিনি। পরীর অনাগত সন্তানের বয়স ১৮ সপ্তাহ পার হয়েছে। তার এই হাসপাতালে যাওয়া নিয়ে বেশ সরব ছিল নেট দুনিয়া। নানা ধরণের প্রশ্নই উঠেছিল তার সন্তানকে ঘিরে।

এ প্রসঙ্গে পরীমণি গণমাধ্যমকে তিনি বলেন, ‘হাসপাতালে পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পর গতকাল সন্ধ্যায় বাসায় ফিরেছি। শরীর এখনও পুরোপুরি সুস্থ না, বিশ্রাম নিচ্ছি। তবে আগের তুলনায় অনেকটাই ভালো আছি। ঠিকঠাকমতো ওষুধ খেতে বলেছেন ডাক্তার। কিন্তু সমস্যা হলো, ওষুধ খেলেই বমি হচ্ছে। আর সে কারণে শরীরটা দুর্বল।

পড়ে যাওয়াতে পেটের এক পাশে বেশি লেগেছিল। ‘বাচ্চার কোনো ক্ষতি হলো কি না, `আমি চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম।' অনেকগুলো পরীক্ষা করার পর ডাক্তার বলেন, সন্তানের কোনো সমস্যা হয়নি। `আপাতত রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে।’

from MTnews24 https://ift.tt/QSRo7qD

কোন মন্তব্য নেই: