বাসায় আসার পর যে সমস্যা হচ্ছে পরীমনির - পূর্বকন্ঠ

শিরোনাম :

শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

বাসায় আসার পর যে সমস্যা হচ্ছে পরীমনির

বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রে এই সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের একজন পরীমনি। বেশ কয়েকটিতে দুর্দান্ত অভিনয় করে বিনোদন জগতে নিজের অবস্থান বেশ শক্ত করে ফেলেছেন এই চিত্রনায়িকা। এদিকে পাঁচ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকালে বাসায় ফিরেন তিনি।

এ তথ্য নিশ্চিত করে পরীমনি বলেন—‘হাসপাতালে পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পর গতকাল বিকালে বাসায় ফিরেছি। শরীর এখনো পুরোপুরি সুস্থ না, বিশ্রাম নিচ্ছি। তবে আগের তুলনায় অনেকটাই ভালো আছি।’

পরীমনির শরীরে হিমোগ্লোবিন কমে গিয়েছিল। তা ছাড়া ভিটামিন ডি ও কম ছিল। স্বাভাবিকভাবে এখনো শারীরিকভাবে দুর্বল বলে জানিয়েছেন এই অভিনেত্রী। ডাক্তারের বরাত দিয়ে তিনি বলেন—‘ঠিকঠাকমতো ওষুধ খেতে বলেছেন ডাক্তার। কিন্তু সমস্যা হলো, ওষুধ খেলেই বমি হচ্ছে। আর সে কারণে শরীরটা দুর্বল।’

অনাগত সন্তানের বয়স ১৮ সপ্তাহ পার হয়েছে। প্রায়ই বমি হওয়ার কারণে বেশ কিছুদিন থেকে শরীরটা দুর্বল ছিল পরীমনির। গত ২৭ মার্চ সকালে বাসায় মাথা ঘুরে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। তবে অনাগত সন্তানের কোনো ক্ষতি হয়নি।

`এ বিষয়ে পরীমনি বলেন, ‘পড়ে যাওয়াতে পেটের এক পাশে বেশি লেগেছিল।` বাচ্চার কোনো ক্ষতি হলো কি না, আমি চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম। অনেকগুলো পরীক্ষা করার পর ডাক্তার বলেন, সমস্যা হয়নি।’


from MTnews24 https://ift.tt/BRsKMhp

কোন মন্তব্য নেই: