সেবামূলক মন নিয়ে কাজ করলে দেশ এগিয়ে যাবে: মেয়র হা‌ছিনা গাজী - পূর্বকন্ঠ

শিরোনাম :

মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

সেবামূলক মন নিয়ে কাজ করলে দেশ এগিয়ে যাবে: মেয়র হা‌ছিনা গাজী

নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলা লী‌গের সভাপ‌তি ও তারাবো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী বলেছেন, ‘দেশের মানুষের ভাগ্য উন্নয়ন ও দারিদ্রমুক্ত দেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা কাজ করে যাচ্ছেন।

সমাজসেবা, ব্যবসা ও রাজনীতিসহ সবক্ষেত্রে সেবামূলক মন মানসিকতা নিয়ে সবাই কাজ করলে দেশ এগিয়ে যাবে।’ সোমবার (২৫ এপ্রিল) বিকা‌লে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী ফার্মা অ্যান্ড ডেন্টা‌লের শুভ উদ্বোধনী অনুষ্ঠা‌নে প্রধান অতি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলার সি‌ভিল সার্জন ডাক্তার ম‌শিউর রহমান, ‌সি‌টি ডেন্টাল ক‌লে‌জের চেয়ারম্যান ডাক্তার এ এস এম বদরু‌দ্দোজা, ‘তারাবো পৌরসভার কাউন্সিলর আক্তার হো‌সেন মোল্লাসহ অনেকে।, 

http://dlvr.it/SPDFMy

কোন মন্তব্য নেই: