দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে ইকবাল হোসেন (৩৬) নামের ভাড়ায় চালিত মটর সাইকেল চালকের ভাসামন লাশ উদ্ধার করেছে পুলিশ। সে দিরাই পৌরসভার দাউদ পুর এলাকার ছটাই উল্লার ছেলে।
বৃহস্পতিবার (৫ মে) বিকাল চারটায় উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের দত্তগ্রাম ও মধুরাপুরের মধ্যবর্তী লাউরানজানী ব্রীজের পাশে সোমা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে দিরাই থানা পুলিশ।
থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকাল দুইটার পরে ইকবাল হোসেন ভাড়ায় চালিত মোটরসাইকেলটি নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন পুলিশকে জানায় প্রায়ই সে দুই/তিন দিন বাড়ির বাইরে থাকতো। এটা মনে করেই তার খোঁজ করেনি। `পরদিন তার বড় ভাই একবার খোঁজ নিতে মোবাইলে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। পরে তারা আর তেমন খোঁজ নেয়নি।,
এদিকে বৃহস্পতিবার দুপুরে অকুস্থলে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে দিরাই থানার পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে দিরাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল গিয়ে নদী থেকে লাশটি উদ্ধার করেন। `পরে লাশের সাথে থাকা মানিব্যাগ তল্লাসী করে ইকবাল হোসেনের পরিচয় সনাক্ত করা হয়।,
ভাটিপাড়া ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম চৌধুরী মিফতাহ বলেন, নদীতে একটি ভাসমান লাশের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আনুমানিক ১০০ মিটার দূরে নাম্বার বিহীন একটি মটরসাইেকল দাঁড়ানো আছে। `পরে আমি বিষয়টি থানা পুলিশকে অবহিত করি।,
দিরাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম বলেন একটি ভাসমান লাশের খবর পেয়ে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অর্ধগলিত মৃতদেহটি উদ্ধার করা হয়। `পরে মানিব্যাগে থাকা জাতীয় পরিচয় পত্র দেখে তার পরিচয় সনাক্ত করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন