বাণিজ্যমন্ত্রীর অপসারণ ভোজ্য তেলসহ সকল পণ্যের মূল্য কমানো ও সর্বজনীন রেশনিং পদ্ধতি চালু করার দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। এতে সভাপতিত্ব করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ।
বুধবার (১১ মে) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও সমাবেশ করে দলটি।
এ সময় সভাপতির বক্তব্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র সভাপতি কমরেড ডা: এম. এ. সামাদ বলেন, আমরা বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ এই বাণিজ্যমন্ত্রীর দ্রুত অপসারণ চাই। সরকার নিজেই সিন্ডিকেট ব্যবসায়ীদের ও লুটপাটকারীদের কাছে আত্মসমর্পণ করেছে বা আতাঁত করেছে।
তিনি বলেন, অবিলম্বে সকল সিন্ডিকেট ব্যবসায়ী ও লুটপাটকারিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনুন। `ভোজ্য তেলের মূল্য অযাচিত ভাবে যে ৩৮ টাকা সরকার বাড়িয়েছে তা প্রত্যাহার করতে হবে এবং সকল পণ্যই আজ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।,
অবিলম্বে সকল পণ্যের মূল্য কমাতে হবে। `এই অবস্থার সৃষ্টি হয়েছে সরকার ও তার দলের লুটপাটের কারণে। তাছাড়া ও আমরা সর্বজনীন রেশনিং পদ্ধতি চালু করার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন