আগামী সপ্তাহে দেশে আসছে আবদুল গাফফার চৌধুরীর মরদেহ - পূর্বকন্ঠ

শিরোনাম :

শুক্রবার, ২০ মে, ২০২২

আগামী সপ্তাহে দেশে আসছে আবদুল গাফফার চৌধুরীর মরদেহ

ঢাকা: বিশিষ্ট লেখক ও কলামিস্ট, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’-গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর মরদেহ আগামী সপ্তাহে ঢাকায় আনা হবে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আগামী সপ্তাহে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় পাঠানো হবে।

গাফফার চৌধুরীর মরদেহ লন্ডনের বারনেট হাসপাতালে হিমঘরে রাখা হয়েছে। তিনি (৮৮) বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।,

শুক্রবার জুমার নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিক লেন মসজিদে আবদুল গাফফার চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়েছে।

এরপর গাফফার চৌধুরীর মরদেহ নিয়ে যাওয়া হয় শহীদ আলতাফ আলী পার্কে। `যেখানে সর্বস্তরের মানুষ তার স্মৃতির প্রতি শেষ শ্রদ্ধা জানাবে।,



from Sarabangla https://ift.tt/tRob9MT

কোন মন্তব্য নেই: