এক হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটিকে ডিজিটাল করতে ও অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি। গতকাল বৃহস্পতিবার (২৬ মে) ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, প্রথাগত সম্প্রচার মাধ্যম থেকে ডিজিটাল মাধ্যমে রূপান্তরে অগ্রাধিকার দিতে এবং আর্থিক সংকট মোকাবিলার কারণে এক হাজার কর্মী ছাঁটাই করা হবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমটি আরও বলে, ‘ডিজিটলি-ফাস্ট পাবলিক সার্ভিস মিডিয়া সংস্থা গঠনের’ লক্ষে তারা ‘আধুনিক বিশ্বের সঙ্গে ধাপে ধাপে তাদের পদক্ষেপের পরিবর্তন আনবে। শ্রোতাদের তাদের পছন্দের বিষয়বস্তু তুলে ধরবে, তারা যেভাবে এটি চায় সেভাবে।’ বিবিসি ওয়াল্ড’কে যুক্তরাষ্ট্র এবং বহিঃর্বিশ্বে ২৪ ঘণ্টার একক চমৎকার একটি নিউজ চ্যানেল হিসেবে গড়ে তোলা হবে। বিশ্বের বিভিন্ন ভাষায় পরিষেবাগুলো একটি একক ডিজিটাল ওয়াল্ড সার্ভিসে পরিণত করায় শিশুদের চ্যানেল সিবিবিসি, বিবিসি ফোর এবং রেডিও ফোর এক্সট্রাসহ চ্যানেলগুলোর প্রথাগত সম্প্রচার বন্ধ হয়ে যাবে। বিশ্বব্যাপী ডিজিটাল মিডিয়া সংস্থায় রূপান্তরের প্রশংসা করে বিবিসির মহাপরিচালক টিম ডেভি বলেন, ‘এটি আগে কখনো দেখা যায়নি।’ তিনি কর্মীদের বলেন, ‘রূপান্তর প্রক্রিয়া দ্রুততর করতে হবে এবং আমাদের চারপাশের বাজারে বিশাল পরিবর্তনগুলোকে ধারণ করতে হবে।’ চাকরি ছাঁটাইসহ প্রথম পর্যায়ের পরিবর্তনগুলো এক বছরে ৬৩০ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় করবে। The post ১ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা বিবিসির appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
http://dlvr.it/SR8ZQp
শুক্রবার, ২৭ মে, ২০২২

Home
Unlabelled
১ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা বিবিসির
১ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা বিবিসির
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন