ঢাকা: পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের টানা ১২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাকি সব ট্রেন আস্তে আস্তে চলাচল শুরু করেছে বলে পাকশী রেলওয়ে সূত্র জানিয়েছে।
জানা যায়, শুক্রবার (২৭ মে) রাতে কালিয়াকৈর উপজেলার মৌচাক স্টেশন এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনটি মৌচাক অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিনসহ সামনে দুইটি বগি লাইনচ্যুত হয়। ফলে সিডিউল বিপর্যয় হয়েছে উত্তর ও পশ্চিমগামী সকল ট্রেনের।
এ প্রসঙ্গে পাকশী রেলওয়ের ব্যবস্থাপক মো. শাহীদুল ইসলাম জানান, পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া মাত্র ঢাকা ডিভিশন থেকে রিলিফ ট্রেন গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
এখন ট্রেন চলাচল স্বাভাবিক জানিয়ে তিনি বলেন, ওই ঘটনা তদন্তে একটি চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
The post ১২ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু, তদন্ত কমিটি গঠন appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
from জাতীয় – Sarabangla | Breaking News | Sports | Entertainment https://ift.tt/K7NwhuZ