পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭)-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ মে) বিকেলে উপজেলা সদরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পূর্বধলা সদর ইউনিয়ন বনাম আগিয়া ইউনিয়ন অংশগ্রহণ করে। ‘খেলাটি নির্ধারিত সময়ে গোল শূন্য অবস্থায় অমিমাংসিত থাকায় ট্রাইব্রেকারে ৩-২ গোলে আগিয়া ইউনিয়ন বিজয়ী হয়।,
অনুষ্ঠিত খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ‘উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।,
বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহম্মেদ রাজ্জাক সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার হোসাইন, পূর্বধলা থানার ওসি (তদন্ত) আবুল কালাম।
খেলার ধারা বিবরণি ও অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।,
এ সময় বিজয়ীদের মধ্যে পুরষ্কার গ্রহন করেন ৭নং আগিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. সানোয়ার হোসেন চৌধুরী ও তার দল।, রানার্স আপ পুরস্কার গ্রহন করেন পূর্বধলা সদর ইউনিয়নের দলের অধিনায়ক ও তার দল।,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন