সাত বছরের সম্পর্কে ভাঙন, আলাদা বনি-কৌশানী! - পূর্বকন্ঠ

শিরোনাম :

বুধবার, ৪ মে, ২০২২

সাত বছরের সম্পর্কে ভাঙন, আলাদা বনি-কৌশানী!

বিনোদন ডেস্ক: একা থাকতে চান অভিনেত্রী কৌশানি। সাত বছর ধরে বনি সেনগুপ্তর সঙ্গে তার প্রেম। হঠাৎ কী হল? সাত দিন কথা বন্ধ বনি আর কৌশানির। এমন তো ঘটেনি আগে। বরাবর তারা প্রেম নিয়ে অকপট। ব্যক্তিগত জীবন থেকে কর্মজীবনে কখনও এমন ঘটেনি।
২০২১ সালে বিধানসভা নির্বাচনে বনি যখন বিজেপি শিবিরে তখন কৌশানী তৃণমূলের প্রার্থী। কখনও সে নিয়ে উভয়ের মধ্যে বিরোধ দেখা যায়নি। তা হলে কী এমন হল? `কৌশানী জানিয়েছেন পারস্পরিক মনোমালিন্যে কথা বন্ধ। অভিনেত্রী তার মনের ভাব প্রকাশ করতে গিয়ে বলেছেন পারস্পরিক মতের মিল না হলে একা থাকা উচিত।,

তবেই নিজেকে চেনা যায়। তবে বিচ্ছেদ তাদের হয়নি। সে রকম কিছু ঘটলেও তিনি তা প্রকাশ্যে জানাবেন। এই মুহূর্তে তিনি একা থাকতে পছন্দ করছেন। `অন্য দিকে বনি স্বীকার করেছেন যে কাজের চাপে তার প্রেমিকাকে সময় দিতে পারছেন না। তাই কৌশানী রেগে আছেন। সময় সব ঠিক করে দেবে বলে বনির বিশ্বাস।, 

কোন মন্তব্য নেই: