গোয়াইনঘাট প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাটে কয়েক দিনের টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে অনেক রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান সহ মানুষের বসতবাড়ি। বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন উপজেলার কয়েক হাজার মানুষ। সেই সঙ্গে পানিবন্দি মানুষের মাঝে দেখা দিয়েছে খাদ্য সংকট। অনাহারে রয়েছেন পানিবন্দি মানুষজন। বাজারে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হওয়ায় গরীব মানুষেরা রয়েছেন তীব্র হাহাকারের মধ্যে।,
এছাড়া গোঁ খাদ্য নিয়েও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে বন্যার ৩দিন পার হলেও পানিবন্দী অসহায় মানুষদের মাঝে পৌঁছায়নি কোন ত্রাণ সহায়তা। দুর্গত এলাকায় বানভাসি মানুষজন খাদ্য ও বিশুদ্ধ পানীয় জলের চরম সঙ্কটে রয়েছে। রান্না করতে না পারায় শুকনো খাবার খেয়ে দিন পার করছেন কেউ কেউ। অনেকে আবার শুকনো খাবার সংগ্রহ করতে না পারায় থাকছেন অনাহারে-অর্ধাহারে।,
পানিবন্দী মানুষদের অভিযোগ, ৩দিন ধরে পানিবন্দি থাকলেও সরকারি-বেসরকারি কোনো ত্রাণ সহায়তা পায়নি। কোনো সাহায্য-সহযোগিতা তাদের কেউ করেনি। ‘ফলে অনাহারে -অর্ধাহারে কাটছে তাদের দিন।,
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ সংবাদমাধ্যমকে জানান, বন্যাকবলিত এলাকার খোঁজ-খবর আমি নিয়মিত রাখছি। ইতোমধ্যে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে গোয়াইনঘাটের বন্যার্তদের জন্য ২৪ মেট্রিক টন চাউল বরাদ্দ করা হয়েছে। তা এখনো বিতরণ করা শুরু হয়নি। আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণ কাজ শীঘ্রই শুরু করবো। ‘এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্যার পানি এখনো বাড়ছে।,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন