চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। ব্যাটিং উইকেটে বড় রানের আশায় আগে ব্যাট করার সিদ্ধান্ত সফরকারীদের। ‘শুরু থেকেই ধরে খেলার চেষ্টা দুই ওপেনার দ্বিমুথ করুনারত্নে ও ওসাধা ফার্নান্দোর।,
তবে জুটি ভাঙতে বেশি সময় লাগেনি টাইগার বোলারদের। অষ্টম ওভারে দলীয় ২৩ রানের মাথায় ভেঙেছে ওপেনিং জুটি। নাঈম হাসান নিজের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে তুলে নিয়েছেন ৯ (১৭) রান করা করুনারত্নেকে।,
নাঈমের কুইকার বল কিছুটা ব্যাক ফুটে গিয়ে খেলতে গিয়েছিলেন লঙ্কান অধিনায়ক। তবে বলের গতির সঙ্গে পেরে উঠতে পারেননি করুনারত্নে। বল গিয়ে লাগে প্যাডে। আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন লঙ্কান ব্যাটার। ‘পরে রিভিউতে দেখা যায় বল গিয়ে লাগে অফ-স্টাম্পে।,
এখন পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১০ ওভারে ১ উইকেটে ৩১ রান। অপরাজিত রয়েছেন কুশল মেন্ডিস ০ ও ওসাধা ফার্নান্দো ২১।,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন