উড্ডয়নের কিছুক্ষণ পর নিখোঁজ হওয়া নেপালি বিমান রাডার থেকে হারিয়ে যাওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর লামাপাঠি হিমাল এলাকার লামচা নদীর পাশে বিধ্বস্ত অবস্থায় সন্ধান পাওয়া যায়। বিধ্বস্ত ওই বিমান থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩০ মে) এ তথ্য জানিয়েছেন ত্রিভুবন এয়ারপোর্টের মুখপাত্র টেক রাজ সিতাওলা।
এদিকে, বেসরকারিভাবে পরিচালিত ওই বিমানে মোট ২২ আরোহী ছিলেন। বাকিদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওই মুখপাত্র।
এর আগে, নেপালের বেসরকারি বিমান সংস্থা তারা এয়ারলাইন্সের বিমানটি রোববার (২৯ মে) পোখরা থেকে জমসমের দিকে যাচ্ছিল। উড্ডয়নের ১৫ মিনিট পর স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে এয়ার কন্ট্রোল অফিসের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে ১৯ যাত্রী ও ৩ ক্রু ছিলেন। এর মধ্যে ৪ জন ভারতীয় ও ২ জন জাপানি নাগরিক। অন্যরা নেপালি নাগরিক।
The post নেপালে বিধ্বস্ত বিমান থেকে ১৪ মরদেহ উদ্ধার appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
http://dlvr.it/SRHlyc

পূর্বকন্ঠ
পূর্বকন্ঠ স্বাধীনতার চেতনায় একটি নিরপেক্ষ জাতীয় অনলাইন । পাঠক আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরনা। পূর্বকণ্ঠ কথা বলে বাঙালির আত্মপ্রত্যয়ী আহ্বান ও ত্যাগে অর্জিত স্বাধীনতার। কথা বলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে। ছড়িয়ে দিতে এ চেতনা দেশের প্রত্যেক কোণে কোণে। আমরা রাষ্ট্রের আইন কানুন, রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। দেশপ্রেম ও রাষ্ট্রীয় আইন বিরোধী এবং বাঙ্গালীর আবহমান কালের সামাজিক সহনশীলতার বিপক্ষে পূর্বকন্ঠ কখনো সংবাদ প্রকাশ করে না। আমরা সকল ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল, কোন ধর্মমত বা তাদের অনুসারীদের অনুভূতিতে আঘাত দিয়ে আমরা কিছু প্রকাশ করি না। আমাদের সকল প্রচেষ্টা পাঠকের সংবাদ চাহিদাকে কেন্দ্র করে। তাই পাঠকের যে কোনো মতামত আমরা সাদরে গ্রহন করব। প্রয়োজনে: ০১৭১৩৫৭৩৫০২