রোকন মিয়া, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের তালতলা বাজার এলাকায় ৩১৯১ লিটার মজুদ সয়াবিন তেল উদ্ধার করে গায়ের দামে বিক্রয় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুড়িগ্রাম জেলা কার্যালয়। ‘এসময় কৃত্রিম সংকট ও অবৈধভাবে ৩১৯১ লিটার সয়াবিন মজুদ রাখার অপরাধে ভাই ভাই ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম ।,
বুধবার (১৮ মে) দুুপুরে সদর উপজেলার তালতলা এলাকায় অভিযান চালিয়ে তেলগুলো উদ্ধার করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের বাজার তদারকি দল।,
জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত বাজার অভিযানে সদর উপজেলার কৃষ্ণপুর এলাকায় বসুন্ধরা তেলের ডিলার ভাই ভাই ট্রেডার্স এর গুদামে নতুন দামের সয়াবিন তেলের বোতলের সাথে ৩১৯১ লিটার পূর্বের দামের বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। ১ লিটারের বোতল মোট ২৮৯৬ টি এবং ৫ লিটারের বোতল ৫৯ টি।যথাযথভাবে তেল বিক্রয় না করার অপরাধে ব্যবসা প্রতিষ্ঠান এর মালিক মোশাররফ হোসেন মনিকে প্রশাসনিক ব্যবস্থায় ২০,০০০ টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়। ‘গুদামে রক্ষিত পূর্বের দামের সকল তেল গায়ের দামে (১লিটার ১৬০ টাকা,৫ লিটার ৭৬০ টাকা) সাধারণ ভোক্তার নিকট বিক্রির ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়।,
এ অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ রফিকুল ইসলাম ও সদর থানা পুলিশ সহযোগিতা করেন।জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।তিনি জানান, ‘জনস্বার্থে ভোক্তা অধিকারের এরূপ অভিযান অব্যাহত থাকবে।,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন