তপু সরকার হারুন: শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭)-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২১ মে) বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অংশগ্রহণ করে শেরপুর পাকুরিয়া ইউনিয়ন বনাম চরশেরপুর ইউনিয়ন । এতে ৫-১ গোলে পাকুরিয়া ইউনিয়ন বিজয়ী হয় ।
শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস’র সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন, শেরপুর জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদ । বিশেষ অতিথি ছিলেন, শেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম , শেরপুর সদর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. বন্দে আলী মিয়া ।,
এ সময় বিজয়ীদের মধ্য পুরষ্কার গ্রহন করেন ৬ নং পাকুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. হায়দার আলী ও দল এবং রানার্স আপ পুরস্কার গ্রহন করেন চরশেরপুর’র চেয়ারম্যান মো. সেলিম মিয়া ও তার দল ।,
এ সময় উপস্থিত ৯নং চরমোচারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাব্বির হোসেন খোকা,‘শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, সাধারন সম্পাদক মেরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মানিক দত্তসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন