চুরি যাওয়া মোটরসাইকেল ১২০ মিনিটেই উদ্ধার করলো পুলিশ - পূর্বকন্ঠ

শিরোনাম :

বৃহস্পতিবার, ৫ মে, ২০২২

চুরি যাওয়া মোটরসাইকেল ১২০ মিনিটেই উদ্ধার করলো পুলিশ

জয়পুরহাট: চুরি হওয়া মোটরসাইকেল দুই ঘণ্টার মধ্যে উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ মে) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান। 
আটকরা হলেন- জয়পুরহাট পৌর এলাকার হাতিল গাড়িয়াকান্ত মহল্লার মামুনের ছেলে সুমন (২০) ও আদর্শপাড়া মহল্লার মঞ্জুরুলের ছেলে আলিফ (১৯)। ওসি আলমগীর জাহান জানান, আটক এই চোর চক্রের সদস্যরা জয়পুরহাট জেলাসহ পার্শ্ববর্তী নওগাঁ, বগুড়া ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে মোটরসাইকেল চুরি করতো। 

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় শহরের বাজলা স্কুলের সামনে এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়ে যায়। ওইদিন রাতেই জেলার আক্কেলপুর উপজেলার হাসতা বসন্তপুর এলাকায় চুরি হওয়া মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য সুমনকে চুরি হওয়া মোটরসাইকেলসহ আটক করা হয়।, 
 
ওসি আরও জানান, ‘সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য আলিফকেও আটক করা হয়েছে।, 

 first on Sarabangla http://dlvr.it/SPmKMt

কোন মন্তব্য নেই: