ভাটারায় সিএনজির ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত - পূর্বকন্ঠ

শিরোনাম :

মঙ্গলবার, ১০ মে, ২০২২

ভাটারায় সিএনজির ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

ঢাকা: রাজধানীর ভাটারা নতুনবাজার এলাকায় সিএনজির ধাক্কায় অজ্ঞাত এক বাইসাইকেল আরোহী যুবক মারা গেছে। মঙ্গলবার (১০ মে) সকাল সাড়ে ৮টার দিকে নতুনবাজার ১০০ ফিট ফ্যামিলি বাজারের সামনের রাস্তায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মৃত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তিনি আরও জানান, মৃত যুবককে আহত অবস্থায় সিএনজি চালক আবুল কালাম হাসপাতালে নিয়ে আসে। আবুল কালাম পুলিশকে জানিয়েছে, সকালে নতুন বাজার এলাকায় সিএনজি চালিয়ে যাচ্ছিল। 

ওই যুবক বাইসাইকেল চালিয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় সিএনজির সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে। পরে দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায় ওই সিএনজি চালক আবুল কালাম। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায়। বাচ্চু মিয়া জানান, সিএনজি চালক আবুল কালাম পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনাটি ভাটারা থানা পুলিশকে জানানো হয়েছে। মৃত যুবকের পড়নে ছিল সাদা গোল গলা গেঞ্জি ও নীল জিন্স প্যান্ট। 

The post appeared first on Sarabangla http://dlvr.it/SQ4sSL

কোন মন্তব্য নেই: