রোববার সকালে জেরুজালেমের আল আকসা মসজিদ চত্বরে শত শত ইসরাইলি ইহুদি কট্টরবাদীরা মিছিল নিয়ে প্রবেশ করে। এসময় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলিদের দফায় দফায় সংঘর্ষ হয়। ইসরায়েলের জাতীয় দিবস উপলক্ষে মিছিলটি বের করে ইহুদি কট্টরবাদীরা।
ইসরাইলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, রোববার সকালে জাতীয় দিবস উপলক্ষে ২৫ হাজার ইসরাইলি জেরুজালেমের পুরনো শহরের দিকে মিছিল নিয়ে যায়। এসময় তারা টেম্পল মাউন্ট চত্বরে প্রবেশ করে।
ভিডিওতে দেখা যায়, দামাস্কাস গেটের কাছে ইসরাইলিরা আরবদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। স্লোগানের তারা আরবদের মৃত্যু কামনা করছেন। বেথেলহাম সড়কে মিছিলটি পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থানরত একদল ফিলিস্তিনি মিছিল উদ্দেশ করে ইট-পাথর নিক্ষেপ করে। এসময় ইসরাইলি ইহুদি কট্টরবাদীদের সঙ্গে সংঘর্ষ বাধে।
আল জাজিরার খবরে বলা হয়, ইসরাইলি নেসেটে প্রতিনিধিত্বকারী অতি-জাতীয়তাবাদী বিরোধী দলের নেতা ইতামার বেন-গভির কয়েকশ সমর্থক নিয়ে রোববার ভোরে কম্পাউন্ডে প্রবেশ করেন।
ইসরাইলি-ফিলিস্তিনি সংঘর্ষের সময় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি পুলিশ লাঠিচার্জ ও স্টান গ্রেনেড ছোড়ে। ইসরাইলি পুলিশের এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস।
The post আল আকসা চত্বরে ফিলিস্তিনি-ইসরাইলি সংঘর্ষ appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
http://dlvr.it/SRGgWY

পূর্বকন্ঠ
পূর্বকন্ঠ স্বাধীনতার চেতনায় একটি নিরপেক্ষ জাতীয় অনলাইন । পাঠক আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরনা। পূর্বকণ্ঠ কথা বলে বাঙালির আত্মপ্রত্যয়ী আহ্বান ও ত্যাগে অর্জিত স্বাধীনতার। কথা বলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে। ছড়িয়ে দিতে এ চেতনা দেশের প্রত্যেক কোণে কোণে। আমরা রাষ্ট্রের আইন কানুন, রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। দেশপ্রেম ও রাষ্ট্রীয় আইন বিরোধী এবং বাঙ্গালীর আবহমান কালের সামাজিক সহনশীলতার বিপক্ষে পূর্বকন্ঠ কখনো সংবাদ প্রকাশ করে না। আমরা সকল ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল, কোন ধর্মমত বা তাদের অনুসারীদের অনুভূতিতে আঘাত দিয়ে আমরা কিছু প্রকাশ করি না। আমাদের সকল প্রচেষ্টা পাঠকের সংবাদ চাহিদাকে কেন্দ্র করে। তাই পাঠকের যে কোনো মতামত আমরা সাদরে গ্রহন করব। প্রয়োজনে: ০১৭১৩৫৭৩৫০২