শিরোপার সম্ভাবনা মিলিয়ে যাওয়ার পর থেকেই লা লিগায় দ্বিতীয় হওয়ার লক্ষ্যে এগোচ্ছে বার্সেলোনা। তবে সেই অভিযানে রিয়াল বেতিস ম্যাচের আগে বড় একটি ধাক্কা খেল দলটি। ঊরুর চোটে ছিটকে গেছেন অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্দ পিকে। `এক বিবৃতিতে বৃহস্পতিবার কাতালান ক্লাবটি পিকের চোটের কথা জানায়।,
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে বার্সেলোনার হয়ে ৩৯ ম্যাচ খেলেন পিকে। সবশেষ গত রোববার রিয়াল মায়োর্কার বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচেও মাঠে ছিলেন।
পিকের সেরে উঠতে কতটা সময় লাগতে পারে, নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেনি বার্সেলোনা। এরই মধ্যে লিগ শিরোপা নিশ্চিত করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা ৩৪ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে। তৃতীয় স্থানে থাকা সেভিয়ার চেয়ে কালাতান দলটি এগিয়ে ২ পয়েন্ট। `নিজেদের পরবর্তী ম্যাচে শনিবার বেতিসের মাঠে খেলতে যাবে শাভি এরনান্দেসের দল।,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন