এ তালিকায় সবার নিচে ভারত। তবে ভারতের দাবি, অবৈজ্ঞানিক ভাবে এবং অনুমানের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। ভারতের পরিবেশ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘অবৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে এবং অনুমানের ভিত্তিতে পরিবেশ রক্ষার মূল্যায়নে সূচক তৈরি করা হয়েছে।’
জলবায়ু পরিবর্তন, পরিবেশগত জনস্বাস্থ্য, জীববৈচিত্র্য, বায়ুদূষণ, কার্বন নিঃসরণ-সহ ৪০টি বিভাগে মোট ১৮০টি দেশকে নিয়ে এই তালিকা তৈরি করা হয়েছে। এতে শীর্ষে রয়েছে ডেনমার্ক। এর পরেই, অর্থাৎ দুই ও তিন নম্বরে রয়েছে যুক্তরাজ্য ও ফিনল্যান্ড। ‘তালিকায় পাকিস্তান ও মিয়ানমারের অবস্থান যথাক্রমে ১৭৬ ও ১৭৯।,
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ইয়েল সেন্টার ফর এনভায়রনমেন্টাল ল অ্যান্ড পলিসি এবং কলম্বিয়া ইউনিভার্সিটি সেন্টার ফর ইন্টারন্যাশনাল আর্থ সায়েন্স ইনফরমেশন নেটওয়ার্ক-এর সহযোগিতায় ২০০২ সাল থেকে প্রতিবছর এই সূচক প্রকাশ করা হয়।,
The post appeared first on Sarabangla http://dlvr.it/SRrPDH
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন