সানি লিওনকে ঠেলে পানিতে ফেলে দিলেন এক ব্যক্তি! - পূর্বকন্ঠ

শিরোনাম :

বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

সানি লিওনকে ঠেলে পানিতে ফেলে দিলেন এক ব্যক্তি!

বিনোদন ডেস্ক : সানি লিওনিকে পুলের জলে আচমকাই ফেলে দিলেন এক ব্যক্তি! ভিডিওটি পোস্ট করেছেন সানি লিওন নিজেই। এমন আচরণ ভাবা যায়! এ নিয়ে কী বললেন বেবি ডল?,

সানি লিওন। বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা তিনি। বেশ কিছু দিন ধরে বড় সিনেমায় তাঁকে দেখা না গেলেও, থেমে নেই কাজ। একের পর এক ফটোশ্যুট, ভিডিও, মডেলিংয়ে ব্যস্ত নায়িকা। সামনে একটি সিনেমাও মুক্তি পাবে তাঁর। কাজ চলছে। যদিও ছবির নাম এখনও প্রকাশ্যে আসেনি।,

সানি লিওন(Sunny Leone) সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ। মাঝে মধ্যেই নানা মজার ভিডিও শেয়ার করতে দেখা যায় নায়িকাকে। নিজের জীবনের নানা মজার ঘটনা সকলের সামনে তিনি নিয়ে আসেন এই মাধ্যমেই। ইনস্টাগ্রামে সানির ফলোয়ারের সংখ্যাও অনেক। সানি যে কখন কী শেয়ার করবেন তা বলা মুশকিল। ‘কিন্তু এবার তাকেই পানিতে ফেলে দেওয়া এবং জুতা ছোড়াছুড়ি!,

পুলের জলে আচমকাই অভিনেত্রী সানি লিওনিকে ঠেলে ফেলে দিলেন এক ব্যক্তি! কিন্তু কেন? খামোকা সকলকে ছেড়ে সানির সঙ্গেই এরকম আচরণ করলেন ওই ব্যক্তি? আর কেই বা এই মহাশয় যিনি বলিউডের বেবি ডলের সঙ্গে এরকম মস্করা করছেন? এমনই একটি ভিডিও নিজের স্যোশাল মিডিয়া সাইট ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিনেত্রী সানি লিওনি। কিন্তু কে এই ব্যক্তি? যিনি সানি লিওনিকে পিছন থেকে ঠেলে জলে ফেলে দিলেন? ঠিক কী হয়েছিল সানি লিওনির সঙ্গে? এমন অনেক প্রশ্নই হয়তো আপনাদের মনে আসছে। ‘তাহলে এবার বিষয়টি একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।,

আসলে স্যোশাল মিডিয়ায় বরাবরই নিজের জীবনের নানা খুঁটিনাটি দিকগুলি ফ্যানেদের সঙ্গে শেয়ার করে থাকেন সানি লিওনি। আর এবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন সানি। আর সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে সাদা রঙের একটি বাথরব পরে সানি লিওনি পুলের ধারে হাঁটছেন। আর তাঁর মাথার উপর ছাতা ধরে অভিনেত্রীর পাশে পাশে হাঁটছেন তাঁর দেহরক্ষী।‘ পিছনে রয়েছেন এক ব্যক্তি।,

তারপর হঠাৎই অন্য আর এক ব্যক্তি পিছন থেকে এসে সানি লিওনিকে পুলে জলে ঠেলে ফেলে দেন। তারপর সানি লিওনি জল থেকে জুতো ছুঁড়ে মারেন ওই ব্যক্তিকে। তবে ভিডিওতে স্পষ্ট যে, এটা নিছকই মজা করেছিলেন ওই ব্যক্তি। আসলে সানি রাজানি নামের ওই ব্যক্তি সানি লিওনির পরিচিতই ছিলেন। সানি লিওনি এই মজার ভিডিওটি তাঁর ইনস্টাগ্রাম পেজে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এর প্রতিশোধ শীঘ্রই আসছে। ‘আমি এর প্রতিশোধ নেবোই।’
http://dlvr.it/SRt089

কোন মন্তব্য নেই: