ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার বন্যা কবলিত মানুষের দুর্ভোগ কমাতে সম্ভাব্য সবধরনের সহায়তা দিচ্ছে। আগামী সেপ্টেম্বর পর্যন্ত চলমান বন্যা অব্যাহত থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
সোমবার (২০ জুন) বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ আশঙ্কার কথা জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।,বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘এবার বন্যার প্রকোপ একটু বেশি এবং তা সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে।’ তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমাদের এই প্রকৃতির সাথেই বাঁচতে হবে।’
জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘আজ বিশ্ব শরণার্থী দিবস। জাপান চায় বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন।’
শেখ হাসিনা বলেন, ‘এ লক্ষ্যে তার সরকার ভাসানচরে রোহিঙ্গাদের জন্য উন্নত সুযোগ-সুবিধা দিয়েছে।’
উল্লেখ্য, সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ-জাপানের বন্ধুত্বের ৫০ বছর উপলক্ষে প্রধানমন্ত্রীর হাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৩ সালে জাপান সফরের উপর একটি অ্যালবাম তুলে দেন জাপানের রাষ্ট্রদূত।,
from Sarabangla https://ift.tt/wxi0yaz
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন