চট্টগ্রাম ব্যুরো: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এবার দুবাই ফেরত যাত্রীর কাছে সোনার সঙ্গে নিষিদ্ধ মাদক সিসাও পাওয়া গেছে। ওই যাত্রীকে আটক করেছে বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা। বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ৮টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসেন ওই যাত্রী। মাসুদ রানা নামে ওই যাত্রীর বাড়ি জামালপুর জেলায়। শুল্ক গোয়েন্দা অধিদফতরের উপ পরিচালক এ কে এম সুলতান মাহমুদ সারাবাংলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাসুদ রানাকে আটকের পর তার লাগেজে তল্লাশি করে দুইটি বার ও সোনার অলংকার পাওয়া যায়। ঘোষণা বর্হিভূত এসব সোনার ওজন এক কেজি ২৪৪ গ্রাম। এছাড়াও লাগেজ থেকে আমদানি নিষিদ্ধ ৯ কেজি সিসা ও চারটি মোবাইল সেট জব্দ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, মাসুদ রানার পাসপোর্ট পরীক্ষা করে দেখা যায়, নিয়মিত তার দুবাইয়ে আসা-যাওয়া ছিল। চলতি মাসেই সে দু'বার দুবাই গিয়েছিল। তার এই ঘন ঘন দুবাই আসা-যাওয়া দেখে তাকে পেশাদার ক্যারিয়ার হিসাবে চিহ্নিত করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এর আগে, ১ জুন আরব আমিরাত থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৩৪ পিস সোনার বার এবং ১৪ টি সোনার চেন জব্দ করে শুল্ক গোয়েন্দা বিভাগ। The post দুবাইফেরত যাত্রীর লাগেজে সোনার সঙ্গে নিষিদ্ধ সিসা appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
http://dlvr.it/SSHLYS
বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

Home
Unlabelled
দুবাইফেরত যাত্রীর লাগেজে সোনার সঙ্গে নিষিদ্ধ সিসা
দুবাইফেরত যাত্রীর লাগেজে সোনার সঙ্গে নিষিদ্ধ সিসা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন