‘যুদ্ধ শেষে ইউক্রেনের অস্ত্র যেতে পারে সন্ত্রাসীদের হাতে’ - পূর্বকন্ঠ

শিরোনাম :

শুক্রবার, ৩ জুন, ২০২২

‘যুদ্ধ শেষে ইউক্রেনের অস্ত্র যেতে পারে সন্ত্রাসীদের হাতে’

যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অন্য মিত্রদেশগুলোর থেকে ইউক্রেনকে সরবরাহ করা সমরাস্ত্রগুলো শেষ পর্যন্ত বিশ্ব কালোবাজারিদের হাতে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল জুর্গেন স্টক। 
মস্কো ও কিয়েভের মধ্যে চলমান যুদ্ধ শেষ হলে এসব অস্ত্র হাতে পেতে সন্ত্রাসী গোষ্ঠীগুলো তৎপর বলেও জানান তিনি। খবর রাশিয়া টুডে। প্যারিসে অ্যাংলো-আমেরিকান প্রেস অ্যাসোসিয়েশনকে গত বুধবার (১ মে) জুর্গেন স্টক বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অন্য মিত্রদেশগুলোর থেকে ইউক্রেনকে সরবরাহ করা সমরাস্ত্রগুলো শেষ পর্যন্ত কালোবাজারিদের হাতে পৌঁছাতে পারে। ,

ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন সন্ত্রসী গোষ্ঠীদের নজর এই অস্ত্রগুলোর ওপর পড়েছে। ইউক্রেনে সরবরাহ করা অস্ত্র খুঁজে বের করতে ইন্টারপোলের সদস্য দেশগুলোকে সক্রিয়ভাবে সহযোগিতা করা আহ্বান জানিয়েছেন জুর্গেন স্টক। এক্ষেত্রে যেসব দেশগুলো অস্ত্র সরবরাহ করছে তাদের প্রধান ভূমিকা রাখতে হবে বলেও উল্লেখ করেন তিনি। ইন্টারপোল প্রধান শঙ্কা প্রকাশ আরও বলেন, মস্কো ও কিয়েভের মধ্যে চলমান যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক কালোবাজারে শুধু ছোট অস্ত্র নয়, ভারী অস্ত্রেরও ‘বন্যা বয়ে যাবে’।, 

তিনি আরও বলেন, ‘একবার বন্দুক থেমে গেলে, অবৈধ অস্ত্র আসবে— সংঘাতের অন্যান্য হুমকির মধ্যে এটি একটি। অপরাধীরা এখন তাই করছে, ঠিক আমরা যেভাবে বলি- তাদের ওপর নজর রাখো।’ ভারী অস্ত্রসহ সেনাবাহিনী দ্বারা ব্যবহৃত সমরাস্ত্রগুলো নিজেদের হাতে পেতে সন্ত্রাসী গোষ্ঠীগুলো এই বিশৃঙ্খল পরিস্থিতিগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবে বলেও উল্লেখ করেন ইন্টারপোলের প্রধান জুর্গেন স্টক।, 
 The post appeared first on Sarabangla http://dlvr.it/SRXms5

কোন মন্তব্য নেই: