সেভেরোডোনেটস্কের একটি অংশ পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের - পূর্বকন্ঠ

শিরোনাম :

শনিবার, ৪ জুন, ২০২২

সেভেরোডোনেটস্কের একটি অংশ পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

ইউক্রেনের পূর্ব ডনবাসের সেভেরোডোনেটস্ক শহরের একটি অংশ পুনরায় দখলে নেওয়ার দাবি করেছেন অঞ্চলটির গভর্নর সের্গেই হাইদাই। কৌশতগত কারণে শহরটি থেকে সেনা প্রত্যাহারের একদিন পর এই ঘোষণা দিলেন তিনি। খবর বিবিসি। 

তবে নিজস্ব প্রতিনিধির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মূলত উভয় পক্ষ থেকেই সেভেরোডোনেটস্কতে আক্রমণ ও পাল্টা আক্রমণের দাবি করছে। ফলে শহরটিতে আসলেই কি ঘটছে তা জানা কঠিন। কারণ, যোগাযোগের বেশিরভাগ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। ,

গভর্নর সের্গেই হাইদাই দাবি করেছেন, আক্রমণকারী রুশ বাহিনীকে পিছনে ঠেলে দিয়েছে ইউক্রেনের সৈন্যরা। রুশ বাহিনী শিল্প নির্ভর শহরটির প্রায় ৭০ শতাংশ দখল করেছিল। এরপরই তিনি বলেন, ইউক্রেনীয় সেনারা সেভেরোডোনেটস্কের উল্লেখযোগ্য অংশ পুনরুদ্ধার করেছে। মার্কিন নতুন আর্টিলারি খুবই কার্যকর।, 

সেটি আসলে রুশ সেনাদের ‘পালাতে’ হবে। বর্তমানে সেভেরোডোনেটস্ক দখল করাই রাশিয়ার মূল লক্ষ্য। তাই গত কয়েক সপ্তাহ ধরে শহরটি হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনারা। ফলে সেখানে অবিরাম গোলাগুলির ঘটনা ঘটেছে। ,

 The post appeared first on Sarabangla http://dlvr.it/SRc2xY

কোন মন্তব্য নেই: