প্রতিবন্ধীদের ভাতা বাড়ানোর আশ্বাস মন্ত্রীর - পূর্বকন্ঠ

শিরোনাম :

শনিবার, ১৬ জুলাই, ২০২২

প্রতিবন্ধীদের ভাতা বাড়ানোর আশ্বাস মন্ত্রীর

লালমনিরহাট: প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত ভাতা বাড়ানো হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ।

শনিবার (১৬ জুলাই) দুপুরে লালমনিরহাট শিশু পরিবারে ২৫ শয্যা বিশিষ্ট শান্তি নিবাস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের জন্য যে কাজ করেছেন সেজন্য বিশ্বের কাছে প্রশংসিত হয়েছেন।

তিনি বলেন, প্রতিবন্ধীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা ও আবাসস্থল তৈরি করা হবে যাতে তারা কারো ওপর নির্ভরশীল হয়ে না থাকে।,

তিনি আরও বলেন, শান্তি নিবাসে ষাটোর্ধ বয়সের মানুষেরা থাকতে পারবে আর শিশু পরিবারের শিশুরা তাদের দাদা-দাদি বা নানা-নানি হিসেবে যত্ন নেবে।,

লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শিশু পরিবারে শান্তি নিবাস উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু জাফর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মতিয়ার রহমান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পিডি পরিচালক বিভাগীয় সমাজসেবা অধিদফতর রংপুরের পরিচালক সাদেকুল ইসলাম, জেলা সমাজসেবা অফিসার আব্দুল মতিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।,

from Sarabangla https://ift.tt/ZXFAjvk

কোন মন্তব্য নেই: