সোহান যোগ্য বলেই অধিনায়কত্ব দেয়া হয়েছে: সাকিব - পূর্বকন্ঠ

শিরোনাম :

রবিবার, ২৪ জুলাই, ২০২২

সোহান যোগ্য বলেই অধিনায়কত্ব দেয়া হয়েছে: সাকিব

আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য নতুন অধিনায়ক পেয়েছে বাংলাদেশ। নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে তরুণ এক দলকে জিম্বাবুয়ে পাঠাচ্ছে বিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে কেমন করবে বাংলাদেশ তা জানা যাবে কিছুদিন পর। তার আগে নতুন অধিনায়ককে প্রশংসায় ভাসাচ্ছেন সাবেক ও সিনিয়র ক্রিকেটাররা। কিছুদিন আগে মুশফিক ও মাশরাফী সোহানকে অভিনন্দন জানিয়েছেন। এবার দলের সেরা খেলোয়াড় ও টেস্ট দলের অধিনায়ক সাকিব জানালেন সোহানকে অভিনন্দন।,

শনিবার (২৩ জুলাই) চট্টগ্রামে ডিবিএল সিরামিকের ব্র্যান্ড অ্যাম্বাসেন্ডর হয়ে নতুন একটি শাখা উদ্বোধন করতে যান সাকিব। সেখানেই সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আমি তো মনে করি ও (সোহান) যোগ্য বলেই ওকে অধিনায়কত্ব দেয়া হয়েছে। বিসিবি মনে করেছে ভবিষ্যতে ও বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে। এ কারণেই ওকে আসলে অধিনায়কত্ব দিয়েছে। আমি ওকে শুভকামনা জানাচ্ছি। জিম্বাবুয়ে সিরিজ ভালো একটা চ্যালেঞ্জ হবে। আশা করি ও সেই চ্যালেঞ্জ উতরে যেতে পারবে।’



অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর মুশফিক ও মাশরাফী সোহানকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্লাটফর্ম ফেসবুকে শুভেচ্ছাবার্তায় মুশফিক বলেন, ‘জিম্বাবুয়ে সিরিজের নতুন অধিনায়ক সোহানকে অভিনন্দন। তরুণ এ দলটার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। আশা করি আসন্ন সিরিজে এ দল ভালো করবে।’


মাশরাফী এক স্ট্যাটাসে বলেন, ‘প্রতিভা যখন পরিশ্রম করতে চায় না, তখন প্রতিভাবানের চেয়ে পরিশ্রমই ভালো। বাংলাদেশের টি–টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ায় তোমাকে অভিনন্দন কাজী নুরুল হাসান সোহান। তোমার সৌভাগ্য কামনা করছি।,



তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৬ জুলাই জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ দল। হারারে স্পোর্টস মাঠে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩০ জুলাই। পরদিন গড়াবে দ্বিতীয় ম্যাচ। সবশেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২ আগস্ট। `এ সিরিজ শেষে দুদলের মধ্যে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজও হবে।,

কোন মন্তব্য নেই: