ঢাকা: ভারতের কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের (বিজি-৩৯৬) একটি ফ্লাইটের দরজা খুললো না প্রায় ৪ ঘণ্টা। বিমানের ভেতরে এই সময়ে কাজ করেনি এসি। আর বোয়িং-৭৩৭ বিমানটিতে এসময়ে আটকা ছিলেন প্রায় দেড় শতাধিক যাত্রী।
সোমবার (১৮ জুলাই) রাত সাড়ে ৮টায় ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিলো। কিন্তু কারিগরি ত্রুটির কারণে বিমানটি কলকাতা থেকে রওয়ানা করে সোমবার মধ্যরাত ১২টা ৩৬ মিনিটে। এরপর শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায় রাত ১টা ৩৪ মিনিটে।,এদিকে ফ্লাইটটি উড্ডয়নের আগে বৈমানিক জানান, কারিগরি ত্রুটির কারণে তারা বিমানটিকে উড্ডয়ন করতে পারছেন না। ফলে কারিগরি ত্রুটি সমাধান না করে বিমানটি ঢাকার উদ্দেশে রওয়ানা করতে পারছে না। বিমানের ভেতরে পুরুষ এবং নারী যাত্রী ছাড়া শিশুরাও আটকা পড়েছিলেন।,
ফ্লাইটে আটকা পড়া শওকত হোসেন নামে এক যাত্রী সোমবার রাত ১২টার দিকে জানান, বিমানটিতে রাত আটটায় তোলা হয় যাত্রীদের। বিমানটি ফ্লাই করার কথা ছিল রাত সাড়ে আটটায়। যাত্রীদের ফ্লাইটে তুলে দরজা বন্ধ করে ৪৫ মিনিট পর জানানো হয় বিমানটির কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এ অবস্থাতে যাত্রীদের বিমানটির ভেতর বসিয়ে রেখে প্রায় ১ ঘণ্টা চেষ্টা করেন বৈমানিক। আবার জানানো হয়, কোনোভাবে সম্ভব হচ্ছে না ত্রুটি সমাধান করতে। এরপর আবার ফ্লাইট উড্ডয়নের ঘোষণা আসে। এরপর বিমানটি রানওয়েতে যায়। রানওয়েতে যাওয়ার পর আবার জানানো হয়, কারিগরি ত্রুটির কথা। ফলে বিমানটি উড্ডয়ন না করে আবার ফিরে আসে।,
এদিকে আরও জানা গিয়েছে, বিমানের ভেতরে কোন এসি কাজ করছে না। ফলে অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। এসি চলছে না কারণ গ্রাউন্ড থেকে কোনো বিদ্যুৎ সংযোগ পাচ্ছে না বিমানটি। যার ফলে এসি চলছে না।,
এদিকে বিমানটির কাছে বাংলাদেশ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও কলকাতা বিমানবন্দরের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন বলে জানা গেছে। তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু রাত ১২টার পরও দরজা খোলা সম্ভব হয়নি। কারিগরি সমস্যাটি একবার ঠিক করা হলেও পরে আবার নষ্ট হয়ে যায়। ফ্লাইটের দরজা না খোলায় সেটির ভিতরে ঠিকভাবে অক্সিজেন ঢুকছে না।,
অপরদিকে এ ঘটনা একজন যাত্রীর গুরুতর অসুস্থ হয়ে পড়ার খবর জানা গিয়েছে। সব মিলিয়ে ভয়ানক অবস্থা পার করেছেন বিমানে থাকা যাত্রীরা।,
from Sarabangla https://ift.tt/RGIENWB
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন