উজবেকিস্তানে বিক্ষোভে হতাহতের খবর; বিরোধীরা বলছে অন্তত ৫ জন নিহত - পূর্বকন্ঠ

শিরোনাম :

মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

উজবেকিস্তানে বিক্ষোভে হতাহতের খবর; বিরোধীরা বলছে অন্তত ৫ জন নিহত

উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিওয়েভ বলেছেন, মধ্য এশিয়ার দেশটিতে বিরল এক বিক্ষোভের পরে বেসামরিক এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। একজন নির্বাসিত বিরোধী রাজনীতিবিদ বলেছেন, কমপক্ষে ৫জন নিহত হয়েছে।, 
কারাকালপাকস্তান প্রজাতন্ত্রের স্বাস্থ্য মন্ত্রকের প্রধান সুলতানবেক জিয়ায়েভ নিউজ ওয়েবসাইট দারিও ডট ইউজেড-কে বলেছেন, নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে আহতদের দিয়ে নুকুসের হাসপাতালগুলো ভর্তি ছিল। নির্বাসিত একজন বিরোধী রাজনীতিবিদ পুলাত আহুনভ রয়টার্স্কে বলেছেন, স্থানীয় এবং ভিডিও সূত্রের ভিত্তিতে কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। তিনি বলেন আরও প্রায় ১২ জনের মৃত্যুর অসমর্থিত সংবাদ পাওয়া গেছে। ,

 উজবেকিস্তান শক্তভাবে নিয়ন্ত্রিত একটি সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র। সেখানে সরকার যেকোনো ধরনের ভিন্নমতকে কঠোরভাবে দমন করে। জানুয়ারিতে রাশিয়া ও অন্যান্য সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র কাজাখাস্তানে গণবিক্ষোভ দমনের জন্য  এবং দেশটির কর্তৃপক্ষকে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাহায্য করার জন্য সৈন্য পাঠায়। ওই ঘটনার পরে উজবেকিস্তানের বিক্ষোভ এই বছরে মধ্য এশিয়ায় অস্থিরতার দ্বিতীয় ঘটনা ছিল।,

পরিকল্পিত সাংবিধানিক পরিবর্তনের কারণে উজবেকিস্তানে বিক্ষোভ সংঘটিত হয়। ওই পরিবর্তনের মাধ্যমে কারাকালপাকস্তানের স্বায়ত্তশাসনের মর্যাদা কেড়ে নেয়ার কথা ছিল। বিপরীত এক সিদ্ধান্তে শনিবার দেশটির প্রেসিডেন্ট সে পরিকল্পনা বাদ দিয়েছেন। http://dlvr.it/STLSfH

কোন মন্তব্য নেই: