অমিত হাবিবের জানাজা অনুষ্ঠিত - পূর্বকন্ঠ

শিরোনাম :

শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

অমিত হাবিবের জানাজা অনুষ্ঠিত

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিবের দ্বিতীয় জানাজা জাতীয় প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় প্রেস ক্লাবের ইমাম মাওলানা জসীম উদ্দিন।

জানাজা শেষে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে জন্মভূমি ঝিনাইদহের উদ্দেশে রওনা হন স্বজনরা।,


এর আগে বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ১১টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অমিত হাবিবের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।,

আরও পড়ুন: দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব মারা গেছেন


গত ২১ জুলাই স্ট্রোকে আক্রান্ত হন অমিত হাবিব। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে সেদিনই তাকে রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ছিলেন তিনি। পরে তাকে নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়।,


from Sarabangla https://ift.tt/rNsvgcC

কোন মন্তব্য নেই: