সাবেক সংসদ সদস্য আব্বাস আলী মণ্ডল আর নেই - পূর্বকন্ঠ

শিরোনাম :

মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

সাবেক সংসদ সদস্য আব্বাস আলী মণ্ডল আর নেই

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এবং সাবেক সংসদ সদস্য আব্বাস আলী মণ্ডল মঙ্গলবার ভোর রাতে সোহরাওয়ার্দী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।,

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।,


আব্বাস আলী মণ্ডল ১৯৭৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ১৯৯৮-২০০৪ পর্যন্ত জেলা আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।,


মৃত্যুকালে তিনি ২ পুত্র এবং ০৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর ছোট ছেলে আরিফুর রহমান বর্তমানে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদ, জয়পুরহাটের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।,


আব্বাস আলী মন্ডল একাদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এমপির শ্বশুর।,



from Sarabangla https://ift.tt/E837V1s

কোন মন্তব্য নেই: