ঐক্যবদ্ধভাবে কাজ করে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে -আহমদ হোসেন - পূর্বকন্ঠ

শিরোনাম :

বুধবার, ৬ জুলাই, ২০২২

ঐক্যবদ্ধভাবে কাজ করে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে -আহমদ হোসেন

শফিকুল আলম শাহীন:  বাঙালির হৃদয়ে স্বাধীনতার আলোকশিখা জ্বেলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই আজকে আপনারা ডিসি, এসপি, ইউএনও হতে পেরেছেন। আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে বলে পদ্মা সেতু হয়েছে, আর পদ্মা সেতু তৈরি করে বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে রোল মডেল। 

আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের সরকারকে পূনরায় ক্ষমতায় এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে ।,

আজ বুধবার দুপুরে নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের জেলা পরিষদ কাম-অডিটরিয়ামে জাতীয় সংসদ সদস্য ৩১৮ মহিলা আসন-১৮ এর ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এ কথাগুলো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। 

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,  সংসদ সদস্য জাকিয়া পারভীন খানম মনি।, 

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সুমী আকন্দ, উপজেলা মুক্তিযোদ্বা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব আলী, সাবেক ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন সরকার প্রমুখ।,

কোন মন্তব্য নেই: