পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছার নিদর্শনস্বরূপ পাক প্রধানমন্ত্রীর কাছে এ আম পাঠালেন তিনি। দেশটির রাজধানী ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এ আম পাঠানো হয়।
গতকাল মঙ্গলবার (৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা গতকাল মঙ্গলবার ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তার কাছে ১০০০ কিলোগ্রাম (কেজি) বাংলাদেশি ‘আম্রপালি’ জাতের আম উপহার হস্তান্তর করেন। ,
বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা উপহার পাকিস্তান অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই শুভেচ্ছা উপহার দুই দেশের সম্পর্কের একটি বিশেষ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।,
The post appeared first on Sarabangla http://dlvr.it/STQb97
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন