ঠিক পাঁচ বছর আগে ২০১৭ সালের ৯ই আগস্ট, প্রতি ইউনিট শেয়ার ৫০০০ টাকা ধরে সিনেমার শেয়ার বিক্রির মাধ্যমে ‘আদিম’র যাত্রা শুরু হয়। গণঅর্থায়নের ছবিটি এবার যাচ্ছে মস্কো। ‘আদিম’ ছবিটিতে কোনো পেশাদার অভিনেতা-অভিনেত্রী নেই, সকলেই যে যার নিজের চরিত্রে অভিনয় করেছেন। নির্মাতা যুবরাজ শামীম ছবিটি নির্মাণ করতে টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে টানা সাত মাস স্থায়ীভাবে বসবাস করেন। সেখানে থেকেই তিনি স্থায়ী বাসিন্দাদের রিহার্সেল করিয়ে ছবিটিতে তাদের দিয়ে অভিনয় করান। এ সময় তিনি নানা প্রতিকূলতার সম্মুখীন হন। কখনো পুলিশ তাকে মাদকসেবী হিসেবে গ্রেফতার করেন, কখনো স্থানীয় মাদক ব্যবসায়ীরা তাকে সাংবাদিক মনে করে বিভিন্ন রকম জটিলতার সৃষ্টি করেন। কিছু মানুষ অসহযোগিতা করলেও বেশিরভাগ মানুষের আন্তরিক সহযোগিতায় শেষমেশ এ বছর নির্মাতা চলচ্চিত্রটির কাজ শেষ করেন। এত প্রতিবন্ধকতা পেরিয়ে বানানো ছবি ‘আদিম’ এবারের মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে। উৎসবে যোগ দিতে যুবরাজ শামীম এবং চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক মোহাম্মদ নূরুজ্জামান আগামী ২৭ শে আগস্ট মস্কোর উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। ৩০শে আগস্ট মস্কোতে আদিম’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। যুবরাজ শামীমের প্রযোজনা প্রতিষ্ঠান ‘রসায়ন’-এর ব্যানারে নির্মিত হয়েছে ‘আদিম’। সহ-প্রযোজক হিসেবে ‘সিনেমাকার’ ও ‘লোটাস ফিল্ম’ যুক্ত আছে। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাদশা, দুলাল, সোহাগী, সাদেক। চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা এবং সাউন্ড ও কালার করেছেন সুজন মাহমুদ। মস্কোতে মনোনয়ন প্রসঙ্গে যুবরাজ শামীম বলেন, “টঙ্গীর বস্তিতে সাদামাটাভাবে শুটিং করা একটা গল্প মস্কোর সবচেয়ে জাঁকজমকপূর্ণ সিনেমা থিয়েটারে প্রদর্শিত হবে এই ভাবনাটা ভেবে আমার ভালো লাগছে ।আর আমি সকলের প্রতি কৃতজ্ঞ যারা শুরু থেকেই নানাভাবে আদিম’র সঙ্গে আছেন। সেই সঙ্গে আমি একটা কথা যোগ করতে চাই, ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ যখন আমাকে জানালো আদিম চলচ্চিত্রটিকে তারা প্রতিযোগিতা বিভাগে মনোনীত করেছেন তখন আমার ফারুকী ভাইয়ের ‘শনিবার বিকেল’র কথা মনে পড়ে। কারণ এই মস্কোতেই শনিবার বিকেল’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় এবং পুরষ্কারও পেয়েছে অথচ আমাদের দেশের সেন্সরবোর্ডে সিনেমাটা আটকে আছে। আমি ভীষণভাবে চাই সেন্সরবোর্ড থেকে শনিবার বিকেল মুক্তি পাক।” ‘মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর পাশাপাশি আসছে ১৮ সেপ্টেম্বর ইতালির ‘রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যালে’ ছবিটি দেখানো হবে। The post গণঅর্থায়নের ‘আদিম’ যাচ্ছে মস্কো appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
http://dlvr.it/SX0FG1
রবিবার, ২১ আগস্ট, ২০২২

Home
Unlabelled
গণঅর্থায়নের ‘আদিম’ যাচ্ছে মস্কো
গণঅর্থায়নের ‘আদিম’ যাচ্ছে মস্কো
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন