জেল থেকে বঙ্গমাতাকে পাঠানো জাতির পিতার একটি চিঠি - পূর্বকন্ঠ

শিরোনাম :

মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

জেল থেকে বঙ্গমাতাকে পাঠানো জাতির পিতার একটি চিঠি

রাজনৈতিক জীবনে সংগ্রাম-আন্দোলন করতে গিয়ে বারবার কারাবন্দি হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৫৯ সালে ঢাকা সেন্ট্রাল জেলে বন্দি থাকা অবস্থায় সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবকে একটি চিঠি লেখেন।
ঢাকা জেল, ১৬/৪/৫৯ তারিখে তিনি চিঠিটি লিখেন। সেই চিঠিতে সহধর্মিনী রেণুকে লিখেছিলেন, ‘তোমার একমাত্র কাজ হবে ছেলেমেয়েদের লেখাপড়া শিখানো।’ সোমবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা তার ফেসবুকে এই দুর্লভ চিঠি শেয়ার করেছেন। চিঠিতে জাতির পিতা লেখেন- রেণু, আমার ভালোবাসা নিও। 


ঈদের পরে আমার সাথে দেখা করতে এসেছো ছেলেমেয়েদের নিয়ে আস নাই- কারণ তুমি ঈদ করো নাই, ছেলেমেয়েরাও করে নাই। খুবই অন্যায় করেছো, ছেলেমেয়েরা ঈদে একটু আনন্দ করতে চায়। কারণ সকলেই করে। তুমি বুঝতে পারো ওরা কত দুঃখ পেয়েছে। আব্বা ও মা শুনলে খুবই রাগ করবেন। আগামী দেখার সময় ওদের সকলকে নিয়ে আসিও। কেন যে চিন্তা করো বুঝি না, আমার কবে মুক্তি হবে তার কোন ঠিক নাই।, 


তোমার একমাত্র কাজ হবে ছেলেমেয়েদের লেখাপড়া শিখান। টাকার দরকার হলে আব্বাকে লিখিও কিছু কিছু মাসে মাসে দিতে পারবেন। হাচিনাকে মন দিয়ে পড়তে বলিও। কামালের স্বাস্থ্য মোটেই ভাল হচ্ছে না। ওকে নিয়ম মতো খেতে বলিও। জামাল যেন মন দিয়ে পড়ে আর ছবি আঁকে। এবার একটা ছবি একে যেন নিয়ে আসে আমি দেখব। রেহানা খুব দুষ্টু ওকে কিছুদিন পরে স্কুলে দিয়ে দিও জামালের সাথে।, 


যদি সময় পাও নিজেও একটু লেখাপড়া করিও। একাকী থাকতে একটু কষ্ট প্রথম প্রথম হতো, এখন অভ্যাস হয়ে গেছে কোন চিন্তা নাই। বসে বসে বই পড়ি। তোমার শরীরের প্রতি যত্ন নিও। ইতি- তোমার মুজিব। ,


 The post appeared first on Sarabangla http://dlvr.it/SWHr7q

কোন মন্তব্য নেই: