ঢাকা: পাইপলাইনে সরবরাহ করা গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ৯ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ১১ দশমিক ৯১ পয়সা করা হয় গত জুনে। এই দাম বাড়ানোর কারণে যানবাহনে ব্যবহার্য সিএনজি বাদে সব পর্যায়েই খরচ বেড়েছে। দুই মাস না যেতেই আবারও গ্যাসে দাম সমন্বয়ের কথা বলছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, জ্বালানি তেল ও গ্যাসের দাম সমন্বয় করা উচিত।,
প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি ভালো নেই। এ পরিস্থিতিতে বিশ্বের বড় বড় এবং উন্নত দেশগুলো দাম সমন্বয় করছে, আবার অনেক সিদ্ধান্ত নিয়েছে। সেদিক থেকে এখনো জনগণের বোঝা হয়ে দাঁড়ায় এমন কোনো সিদ্ধান্তে আমাদের যেতে হয়নি।,
লোডশেডিং এর ফলে কতটা জ্বালানি সাশ্রয় হয়েছে— এ প্রশ্নে নসরুল হামিদ বলেন, ‘এক মাস পার হলে তথ্য বিশ্লেষণ করে বলা যাবে কতটা সাশ্রয় হলো।,
উল্লেখ্য, বিশ্ববাজারে জালানি তেলের দাম বাড়তি থাকায় চরম সংকটে পড়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরাশন (বিপিসি)। গত সাত মাস ধরে লোকসান গুণতে গুণতে এখন দৈনিক ১০০ কোটি টাকা ছাড়িয়েছে। এ পরিস্থিতিতে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিপিসি। যা নিয়ে এখনো মন্ত্রণালয়ে কাজ চলমান।,
from Sarabangla https://ift.tt/xtBXvLK
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন