মাথাপিছু আয় কম না, বাসভাড়া সহনীয় থাকবে: এনায়েত উল্যাহ - পূর্বকন্ঠ

শিরোনাম :

শনিবার, ৬ আগস্ট, ২০২২

মাথাপিছু আয় কম না, বাসভাড়া সহনীয় থাকবে: এনায়েত উল্যাহ

ঢাকা: বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেছেন, বাংলাদেশের মানুষের আয় কম না। সুতরাং বাসভাড়া বাড়লেও তা সহনীয় পর্যায়ে রাখা হবে।  শনিবার (৬ আগস্ট) রাজধানীর পরীবাগে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন এই পরিবহন নেতা।

এনায়েত উল্যাহ বলেন, ‘আজকে বিকেলে আমরা সরকারের সঙ্গে বৈঠকে বসব। সেখানে বাস ভাড়া সমন্বয়ের বিষয়ে সিদ্ধান্ত আসবে। তিনি আরও বলেন, ‘কত শতাংশ বাস ভাড়া বাড়ানো হবে, কীভাবে বাড়ানো যাবে তা ওই বৈঠকে পর্যালোচনা করা যাবে। শুধু পরিবহন মালিকরা তো একা নন, সেখানে সরকারি প্রতিনিধি থাকবে, ক্যাবের নেতারা থাকবেন। সুতরাং আলোচনা করেই একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।,


জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর গণপরিবহনের ভাড়া বাড়াতে বৈঠকে বসতে যাচ্ছে বাস মালিক সমিতি এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শনিবার (৬ আগস্ট) বিকেলে বনানীর বিআরটিএ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।,


উল্লেখ্য, ভোক্তা পর্যায়ে (ডিপোর ৪০ কিলোমিটারের মধ্যে) ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা, অকটেনের দাম লিটারে ৪৬ টাকা আর পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে এক লিটার ডিজেল ও কেরোসিন কিনতে লাগবে ১১৪ টাকা। এ ছাড়া এক লিটার অকটেনের জন্য ভোক্তাকে দিতে হবে ১৩৫ টাকা আর প্রতি লিটার পেট্রল ভোক্তা পর্যায়ে কিনতে হবে ১৩০ টাকায়।,


আগে ডিজেল কেরোসিনের দাম ছিল ৮০ টাকা, অকটেনের লিটার ছিল ৮৯ টাকা ও পেট্রলের দাম ছিল ৮৬ টাকা। শুক্রবার (৫ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের নতুন দর জানানো হয়েছে।,


তেলের মূল্য বৃদ্ধির পর থেকেই কোথাও কোথাও অঘোষিতভাবে ভাড়া বাড়ানো হয়েছে। রাজধানী ঢাকাসহ সড়ক-মহাসড়কে শুক্রবার রাত থেকেই কমে গেছে গণপরিবহন চলাচল। ফলে কর্মমুখী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।,


from Sarabangla https://ift.tt/3vdVDIJ

কোন মন্তব্য নেই: