মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে পিস্তলসহ পিচ্চি রিফাত সারেং (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ জেলা ডিবি পুলিশ। শনিবার রাতে ডিবি পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চসার ইউনিয়নের মিরেরশ্বর এলাকার শাহজাহানের বসতঘরের ভেতর থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।,
জানা গেছে, পিচ্চি রিফাত প্রায়ই নিজগ্রামে কোমরে পিস্তলসহ ঘোরাফেরা করতো এবং বিভিন্ন মানুষদের হুমকি-ধমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করতো। পঞ্চসার ইউনিয়ননের নির্বাচনে ১ নং ওয়ার্ডের কমিশনার রুবেল সরদারের ছোট ভাই রসিকে পিস্তলের বাট দিয়ে মাথায় আঘাত করে ভয়-ভীতি প্রদর্শন করে। রসি একপর্যায়ে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।,
গ্রেফতারকৃত পিচ্চি রিফাত সারেং মিরেরশ্বর এলাকার শাহজাহান সারেংয়ের ছেলে। বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ পিপিএম বলেন, পিস্তলটিতে মেইড ইন চায়না খোদাই করা ছিল। প্রকৃতপক্ষে এটি দেশিয়ভাবে লেদমেশিনে তৈরি। আসামির বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।,
The post appeared first on Sarabangla http://dlvr.it/SWCJyJ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন