অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে ২ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী - পূর্বকন্ঠ

শিরোনাম :

সোমবার, ৮ আগস্ট, ২০২২

অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে ২ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী

রাজধানীতে চলন্ত বাসে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছে দুই লাখ টাকা খুইয়েছেন মো. শামীম (৩৫) নামে এক ব্যবসায়ী। সোমবার (৮ আগস্ট) বিকেল ৫টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 
হাসপাতালে তার মামাতো ভাই মো. আব্দুল কাইয়ুম জানান, শামীমের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার দৌলতপুর গ্রামে। তার বাবার নাম অহেদ আলী মাস্টার। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় তার মোবাইল ফোন বিক্রির ব্যবসা রয়েছে। তিনি আরও জানান, গতকাল শামীম গ্রাম থেকে ঢাকায় আসেন। এরপর মিরপুরে এক আত্মীয়ের বাসায় ছিলেন। আজ দুপুরে মোবাইল কেনার জন্য গুলিস্তান যান।, 


বিকেল ৪টার দিকে শামীম নিজেই ফোন দিয়ে জানান, বাসের ভেতর তাকে কেউ কিছু খাইয়েছে। পরে বিকেল ৪টার দিকে গুলিস্তান ট্রেড সেন্টার থেকে অচেতন অবস্থায় শামীমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তার কাছ থেকে ব্যবসার আনুমানিক দুই লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা।, 


 ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্টোমাক ওয়াশ করানোর পর তাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। অসুস্থ শামীমের কাছ থেকে দুই লাখ টাকা নিয়া নিয়ে গেছে বলে স্বজনরা জানিয়েছেন।, 


 The post appeared first on Sarabangla http://dlvr.it/SWG9W4

কোন মন্তব্য নেই: