রাজশাহী: রাজশাহীতে সড়কে কাগজপত্র চাওয়ায় এক ব্যক্তি ক্ষুব্ধ হয়ে তার নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন। সোমবার (৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজশাহী মহানগরীর কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। ওই বাইক চালকের নাম আশিক আলী (৩০)। বাড়ি নগরীর কাঁঠালবাড়িয়া এলাকায়। আশিক আলী পেশায় একজন বালু ব্যবসায়ী। আশিক আলী বলেন, ‘টিভিএস অ্যাপাচি আরটিআর-১৬৫ সিসির একটি বাইক ব্যবহার করতেন। ছয়মাস আগে টিভিএসের রাজশাহীর পরিবেশকের কাছ থেকে তিনি নতুন বাইকটি কেনেন। তিনি বাবা আসাদ আলীকে নিয়ে মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন।’ এসময় কোর্ট অক্ট্রোয় মোড়ে সার্জেন্ট আবদুল কাইয়ুম গাড়ি থামিয়ে কাগজপত্র চান। এ সময় তার সঙ্গে আশিকের কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে তিনি বাইকে আগুন জ্বালিয়ে দেন। স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও বাইকটি পুড়ে গেছে। পরে আশিক ও তার বাবাকে পুলিশের গাড়িতে তুলে ট্রাফিক অফিসে নেওয়া হয়। আরএমপির মুখপাত্র রফিকুল আলম বলেন, ‘আশিকের কাছে গাড়ির কাগজপত্র ছিল না। সঙ্গে কাগজ না থাকলে মামলাই দেওয়া যায় না। তাই গাড়ি জব্দ করা হচ্ছিল। তখনই আশিক আগুন লাগিয়ে দিয়েছেন। আশিকের সঙ্গে তার বাবাও ছিলেন।’ তবে আশিক ও তার বাবা আসাদকে ট্রাফিক অফিসে কেন নিয়ে যাওয়া হয়েছে তা জানেন না বলে জানান এই পুলিশ কর্মকর্তা। আশিকের বাবা পুলিশকে জানিয়েছেন, তার ছেলের মাথা গরম। যখন-তখন যা তা করে। The post কাগজপত্র চাওয়ায় মোটরসাইকেলে আগুন appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
http://dlvr.it/SWFzNZ
সোমবার, ৮ আগস্ট, ২০২২

Home
Unlabelled
কাগজপত্র চাওয়ায় মোটরসাইকেলে আগুন
কাগজপত্র চাওয়ায় মোটরসাইকেলে আগুন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন