একটা দেশ, একটা যুদ্ধ, একটা পতাকার গল্প - পূর্বকন্ঠ

শিরোনাম :

বুধবার, ১৭ আগস্ট, ২০২২

একটা দেশ, একটা যুদ্ধ, একটা পতাকার গল্প

আমাদের স্বাধীনতা যুদ্ধে কেউ বা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, আবার কেউবা ভিন্নভাবে অবদান রেখেছেন । এর মধ্যে স্বাধীন বাংলা ফুটবল দল ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতার পক্ষে জনমত তৈরিতে বড় ভূমিকা রেখেছেন। তাদেরকে নিয়ে তরুণ পরিচালক রায়হান রাফি নির্মাণ করেছেন ‘দামাল’। 
ছবিটির দু মিনিটের টিজারে উঠে এসেছে মুক্তিযুদ্ধে ফুটবলারদের অবদানের গল্প। ‘ট্রেলার’-এ আসাদুজ্জামান নূরের ভয়েস ওভারে শুরু হয়- ‘একটা দেশ, একটা যুদ্ধ, একটা পতাকা, এক এক করে 


অনেকের মিলিত হওয়া’ শব্দগুচ্ছ দিয়ে। এরপর একে একে আসে যুদ্ধ প্রস্তুতি, ২৫শের মার্চের গণহত্যা, ফুটবলারদের সংগ্রাম, নারীদের অবদান। পুরো গায়ের লোম দাঁড়িয়ে দেয় ট্রেলারটি। ,


রায়হান রাফি পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ২৮ অক্টোবর। ৯ মাসের গবেষণায় তৈরি হয়েছেন দামালের চিত্রনাট্য। যৌথভাবে লিখেছেন নাজিম উদ দৌলা ও রায়হান রাফি। ১৯৭১ সালের ৮ আগস্ট কলকাতার বিখ্যাত ফুটবল ক্লাব মোহনগঞ্জের সঙ্গে একটি ম্যাচ খেলে স্বাধীন বাংলা ফুটবল দল। সে গল্পের পাশাপাশি মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনাও উঠে আসবে ছবিতে। এতে স্বাধীন বাংলা ফুটবল দলের সঙ্গে এ প্রজন্মের খেলোয়াড়দেরও একটা মেলবন্ধন দেখানো হয়েছে। ,


রাফি জানান, ময়মনসিংহের কলসিন্দুরের মেয়েদের ফুটবল দলের গল্প উঠে এসেছে তার ছবিতে। দামাল’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, সৈয়দ নাজমুস সাকিব, পূজা, বৃষ্টি প্রমুখ। গত ৮ আগস্ট চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে মুক্তির অনুমতি পায় ‘দামাল’। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লি.।, 



 The post appeared first on Sarabangla http://dlvr.it/SWl3zC

কোন মন্তব্য নেই: