তাইওয়ান ইস্যুতে বাংলাদেশের সমর্থনের আশা চীনের - পূর্বকন্ঠ

শিরোনাম :

বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

তাইওয়ান ইস্যুতে বাংলাদেশের সমর্থনের আশা চীনের

ঢাকা: আমেরিকার স্পিকার ন্যান্সি পেলসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশের সমর্থন আশা করছে চীন। বৃহস্পতিবার (৪ আগস্ট) ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের দেওয়া এক বিবৃতিতে এই আশাবাদ ব্যক্ত করা হয়।

আজ সকালে তার বক্তব্য চীন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়।,


বিবৃতিতে চীনের রাষ্ট্রদূত বলেন, গত ২ আগস্ট চীনের তীব্র বিরোধিতা ও কঠোর আপত্তি উপেক্ষা করে মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি চীনের তাইওয়ান অঞ্চল পরিদর্শন করেন। এটি ‘এক চীন’ নীতি এবং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সই করা ৩ যোগাযোগ ইশতেহারের গুরুতর লঙ্ঘন।,


বাংলাদেশের বহু বছরের অনুসৃত ‘এক চীন’ নীতির প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে তাইওয়ান বিষয়ে চীনের আইনানুগ ও যুক্তিসংগত অবস্থানকে বাংলাদেশ সমর্থন দেবে বলে তাঁর দেশ মনে করে।’


আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য বাংলাদেশ চীনের সঙ্গে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।,


চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-য়ের আসন্ন ঢাকা সফরের আগে রাষ্ট্রদূতের এই বিবৃতি গুরুত্ববহ বলে মনে করছে কূটনৈতিক মহল। ওয়াং ই আগামী ৬ ও ৭ আগস্ট ঢাকা সফর করবেন।,



from Sarabangla https://ift.tt/WyoGwRz

কোন মন্তব্য নেই: