জায়েদ খানের অভিযোগে প্রযোজক সমিতির নির্বাচন স্থগিত - পূর্বকন্ঠ

শিরোনাম :

বুধবার, ১৭ আগস্ট, ২০২২

জায়েদ খানের অভিযোগে প্রযোজক সমিতির নির্বাচন স্থগিত

২০ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচন। কিন্তু চিত্রনায়ক জায়েদ খানের অভিযোগের ভিত্তিতে নির্বাচনটি স্থগিত করা হয়েছে। সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু।
তিনি বলেন, জায়েদ খান আমাদের বিপক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজউদ্দিনের কাছে জায়েদ দুটি অভিযোগ করেছেন। এগুলো হলো হাইকোর্টের রায়ে যাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং প্রার্থীতা বাতিল করেছে তাদের আবার ভোটার করতে হবে। আর আমরা যারা প্রার্থী হয়েছি তা যেন বাতিল করা হয়েছে। খসরু জানান, মন্ত্রণালয় থেকে তাদেরকে মৌখিকভাবে জানানো হয়েছে।,


এখনও লিখিত কোনো আদেশ পাননি তারা।  এ ব্যাপারে বেশ কয়েকবার জায়েদ খানকে কল করা হলে তিনি কল ধরেননি। এর আগে গত ২১ মে চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভোটার তালিকা নিয়ে হাইকোর্টে করা এক রিট পিটিশনের কারণে নির্বাচন স্থগিত হয়ে যায়। অবশেষে বাণিজ্য মন্ত্রণালয়ে সংগঠনটির নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা করে গেল জুন মাসে। একই সঙ্গে নতুন তালিকায় ২১ মের নির্বাচনের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী সেলিম খান ও ডিপজলের প্রার্থীতা বাতিল করা হয়।,


বাংলাদেশে চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচন নিয়ে মামলা-মোকাদ্দমার কারণে ২০১২ পর থেকে প্রশাসক দিয়ে চলছিলো। এরপর ২০১৯ সালের ২৭ জুলাই নির্বাচিত কমিটি আসে। খোরশেদ আলম খসরু ও সামসুল আলমের নেতৃত্বে কমিটি বেশকিছু উদ্যোগও নেয়। কিন্তু হুট করে ২০২০ সালের ১৬ নভেম্বর জায়েদ খানের আবেদনের প্রেক্ষিতে বাতিল হয় কমিটি। আদালতে গিয়েও লাভ হয়নি। বসে প্রশাসক।,


   The post appeared first on Sarabangla http://dlvr.it/SWmgZf

কোন মন্তব্য নেই: