বেতন বাড়ানোর দাবিতে সিলেটে চা শ্রমিকদের কর্মবিরতি - পূর্বকন্ঠ

শিরোনাম :

শনিবার, ১৩ আগস্ট, ২০২২

বেতন বাড়ানোর দাবিতে সিলেটে চা শ্রমিকদের কর্মবিরতি

সিলেট:  বেতন বাড়ানোর দাবিতে সিলেটে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন চা শ্রমিকরা। টানা পঞ্চম দিনের মতো সিলেটের ২৩টি চা বাগানে এ কর্মসূচি পালন করা হয়। 
শনিবার (১৩ আগস্ট) সকালে সিলেটের লাক্কাতোড়া চা বাগানের প্রবেশমুখে এসে জড়ো হয় চা শ্রমিকরা। ,


এসময় তারা বিক্ষোভ প্রদর্শন করে। পরে সমাবেশে চা শ্রমিক ইউনিয়ন সিলেটের সভাপতি রাজু গোয়ালাসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে চা শ্রমিকরা বলেন, ১২০ টাকা মজুরি দিয়ে তাদের সংসার চলে না। আমাদের বেতন বাড়াতে হবে।, 


এই দাবি না মানলে সিলেটে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করা হবে।, 


 The post appeared first on Sarabangla |http://dlvr.it/SWYY6g

কোন মন্তব্য নেই: