প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ জমা দিলেন মাহি - পূর্বকন্ঠ

শিরোনাম :

মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ জমা দিলেন মাহি

‘আশীর্বাদ’ ছবির প্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফারের বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পী সমিতিতে অভিযোগ জমা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে ব্যক্তিগত সহকারীর মাধ্যমে তিনি লিখিত অভিযোগ জমা দেন। এতে মাহি তার বিরুদ্ধে করা মিথ্যে অভিযোগ ও মানহানীকর বক্তব্যের প্রতিবাদ জানান। অভিযোগপত্রে তিনি লেখেন, “আমি ২০১২ সাল থেকে সম্মানের সঙ্গে কাজ করে যাচ্ছি। 
সম্প্রতি ‘আশীর্বাদ’ সিনেমার প্রযোজক জনাব তাহেরা ফেরদৌস জেনিফার আমার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অভিযোগ এনে বাজে মন্তব্য করে যাচ্ছেন। যে সব মন্তব্য ইতিমধ্যেই ইউটিউবসহ সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই সঙ্গে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করার হুমকিও দিচ্ছে তারা। প্রযোজক জেনিফারের এই সব উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ও জিঘাংসামূলক কর্মকাণ্ডে আমি বিব্রত। এতে আমার মানহানি হচ্ছে।, 


শুধু তাই নয়, তার এই সব বক্তব্যে জনমনে শিল্পীদের সম্পর্কে নেতিবাচক মনোভাব পরিলক্ষিত হচ্ছে। এটা সকল চলচ্চিত্র শিল্পীদের ইমেজকেই ক্ষুণ্ণ করছে। আমাকে হেয় করাসহ জেনিফার ফেরদৌসের এইসব বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি। মাহি জানিয়েছেন প্রযোজক তার বিরুদ্ধে মামলা করলে তিনিও মামলার আশ্রয় নিবেন ।, 


 The post appeared first on Sarabangla http://dlvr.it/SX5tsC

কোন মন্তব্য নেই: